শ্রীলংকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে সফরকারী বাংলাদেশ।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪ ওভারে ৩৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। এর মধ্যে ১১ বলে ২৭ রান অবদান রাখেন পারভেজ।
পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ৪৬ রানে সাজঘরে ফিরেন তানজিদ। ২ চারে ১৬ রান করেন তিনি।
এরপর তিন নম্বরে নামা অধিনায়ক লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন পারভেজ। ১৯ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন তারা। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি লিটন। ১১ বলে মাত্র ৬ রান করেন তিনি।
লিটন ফেরার তিন বল পর আউট হন পারভেজ। ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৮ রান করে নবম ওভারে থামেন এই বাঁ-হাতি ব্যাটার।
৬৭ রানে ৩ উইকেট পতনে ক্রিজের দুই প্রান্তেই নতুন দুই ব্যাটার মোহাম্মদ নাইম ও তাওহিদ হৃদয়। জুটি গড়ার চেষ্টায় সাবধানে খেলতে থাকেন তারা। কিন্তু ২৩ বলে ২২ রানের বেশি যোগ করতে পারেননি নাইম-হৃদয় জুটি। ১৩ বলে ১০ রান করা হৃদয়ের বিদায়ে ভাঙ্গে জুটি।
এরপর ক্রিজে নাইমের সঙ্গী হন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১৫তম ওভারে দলের রান ১শতে নেন তারা। পঞ্চম উইকেটে দু’জনের ৩৬ বলে ৪৬ রানের জুটিতে দেড়শ রানের সম্ভাবনা জাগে বাংলাদেশের।
৪ টি চারে ২৩ বলে ২৯ রান করে মিরাজ ১৯তম ওভারে ফিরলে ক্রিজে আসেন শামীম হোসেন। শেষদিকে ২ ছক্কায় শামীমের ৫ বলে ১৪ রানের মারমুখী ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নাইম। শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানা ৩৭ রানে ২ উইকেট নেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited