দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শুধু গণিতে ৪৭ হাজার ৫৬৩ জন ও ইংরেজিতে ১৮হাজার ১৫৩ জন অকৃতকার্য হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা, তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে, এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল। কারণ এবারে এসএসসি প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে পাসের হার কমেছে। শুধু গণিতের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার অনেক কমে গেছে।
তার নিকট জানতে চাওয়া হয় এই শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলোতে দক্ষ শিক্ষকের অভাব আছে কি-না?, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অদক্ষ শিক্ষক বিদ্যালয়ে কর্মরত হয়ে থাকার কোনো সুযোগ নেই। যুগোপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষকদের দক্ষ করে তোলা হয়েছে।
তিনি বলেন, কি কারণে গণিত ও ইংরেজিতে অকৃতকার্যের হার বেশি, তা আমরা অনুসন্ধান করে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আগামীতে বিদ্যালয় গুলো শিক্ষার মান এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে বলে তিনি আশা করছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮'টি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উল্লেখ্য, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিকে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited