মোঃ কামরুল ইসলাম টিটু : স্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের মানিক খালি এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় দুটি নৌকা সহ পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ১৫ ই জুলাই দুপুরের সময় মাছ ধরার সময় তাদের আটক করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে বনের মধ্যে পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। এরা হলেন তহিদুল শেখ (২৫), শহিদুল শেখ (৫০), আলী শেখ (৩০), ফরহাদ শেখ (২৯) ও মহসিন শেখ (৩২)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে জানা গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস সি এফ রানা দেব বলেন সুন্দরবনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে বনবিভাগের টহল কাল তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হবে
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited