শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাজারে নতুন স্মার্টওয়াচ আনলো গুগল অপবিত্র জায়গায় ফলানো সবজি খাওয়া কি জায়েজ? কমছে পান ও কলা চাষ, বেড়েছে ফলের চাষ ঝিনাইদতে গণতন্ত্রের সংকটে নতুন করে সক্রিয় হচ্ছে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী? সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যকালে মঞ্চেই পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান টি-টোয়েন্টির সাফল্য ধরে রাখার লক্ষ্যে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ শরণখোলায় হরিণ শিকারের দায়ে এক শিকারীকে ১বছর ২ মাস কারাদণ্ড গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধায় বিএনপির দোয়া ও মৌন মিছিল
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বাজারে নতুন স্মার্টওয়াচ আনলো গুগল

  • আপডেট এর সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

তথ্য প্রযুক্তি ডেস্কঃ

স্মার্টওয়াচ শুধু সময় দেখার যন্ত্র নয়-এটা এখন ফিটনেস, স্বাস্থ্য পর্যবেক্ষণ, কল-বার্তা গ্রহণ এবং এমনকি পেমেন্টের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বাজারে বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ পাওয়া যায়। চাহিদার কথা মাথায় রেখেই স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এই তালিকায় গুগল যুক্ত হয়েছে অনেক আগেই। এবার তাদের স্মার্টওয়াচ সিরিজ পিক্সেল ওয়াচের নতুন স্মার্টওয়াচ গুগল পিক্সেল ওয়াচ ৪ আসছে বাজারে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি পিক্সেল ওয়াচ ৪ উন্মোচন করবে সংস্থা। ধারণা করা হচ্ছে, গুগল পিক্সেল ওয়াচ ২ ও ৩ এর চেয়ে আরও বেশি ফিচার সমৃদ্ধ হবে এই স্মার্টওয়াচ। এছাড়া আগের ফিচারগুলোও থাকতে পারে। পিক্সেল ওয়াচ ৪-এ গত বছরের পিক্সেল ওয়াচ ৩-এর মতো একই প্রসেসর থাকবে বলে জানা গেছে। পিক্সেল ওয়াচ ২ এবং পিক্সেল ওয়াচ ৩ স্ন্যাপড্র্যাগন ডব্লিউ৫ জেন১ প্রসেসরে চলে। অ্যান্ড্রয়েড অথরিটি সূত্রে জানা যায়, পিক্সেল ওয়াচ ৪-এ আগের দুটি মডেলে ব্যবহৃত একই স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন১ চিপ থাকবে। আগে এটি একটি নতুন কোয়ালকম সোক সহ আসার কথা ছিল, কিন্তু এই পরবর্তী প্রজন্মের পরিধেয় সোক, যাকে এসডব্লিউ৬১০০ বলা হয়, এখনও প্রস্তুত নয়। যদি এটি সত্য হয়, তাহলে এটি টানা তৃতীয় বছর হবে যখন গুগল তার পিক্সেল ওয়াচ লাইনআপে একই চিপসেট ব্যবহার করবে। এটি দুটি আকারের বিকল্পে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং বিদ্যমান মডেলের তুলনায় একটি বড় ব্যাটারি অফার করতে পারে। বৃহত্তর পিক্সেল ওয়াচ ৪-এ ৪৫৯ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। একটি ৪১ মিমি এবং ৪৫ মিমি আকারে আসবে। উভয় ভেরিয়েন্টই ব্লুটুথ এবং এলটিই সংযোগের সঙ্গে উপলব্ধ হবে। ৪১ মিমি মডেল, যার কোডনাম মেরিডিয়ান (এফএমই২৩), এর ব্যাটারি ৩২৭ এমএএইচ থাকবে বলে জানা গেছে। ৪৫ মিমি মডেল, যার কোডনাম কেনারি (এফকে২৩), এর ব্যাটারি ৪৫৯ এমএএইচ থাকতে পারে। তুলনা করার জন্য, ৪১ মিমি পিক্সেল ওয়াচ ৩ এর ব্যাটারি ৩০৭ এমএএইচ, যেখানে ৪৫ মিমি ভেরিয়েন্টটি ৪২০ এমএএইচ ব্যাটারি দিয়ে সজ্জিত। স্মার্টওয়াচের লাইফ টাইম, চার্জিং, স্বাস্থ্য ফিচার এবং দাম সম্পর্কে এখনো জানা যায়নি। শিগগির বাজারে আসতে পারে স্মার্টওয়াচটি। ততক্ষণ অপেক্ষা করতেই হবে গ্রাহকদের।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ