আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে শুক্রবার মিশ্র অবস্থা বিরাজ করেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক উল্লেখযোগ্য হারে বাড়তে না পারলেও কিছুটা ইতিবাচক ছিল। বিনিয়োগকারীরা এখন কর্পোরেট আয়ের ফলাফল ও আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের জেরোম পাওয়েলের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।
নিউইয়র্ক থেকে এএফপি জানায়, শুক্রবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৩ শতাংশ কমে দাঁড়ায় ৪৪,৩৪২.১৯ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ প্রায় অপরিবর্তিত থেকে ৬,২৯৬.৭৯ পয়েন্টে বন্ধ হয়। প্রযুক্তি খাত-নির্ভর নাসডাক কম্পোজিট সূচক ০.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০,৮৯৫.৬৬ পয়েন্টে।
স্পার্টান ক্যাপিটাল সিকিউরিটিজের পিটার কারডিলো বলেন, বিনিয়োগকারীরা আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ তখন কোকা-কোলা, টেসলা, ম্যাটেল এর মতো বড়বড় কোম্পানিগুলো তাদের আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।
ব্রিফিং ডটকম জানায়, গুরুত্বপূর্ণ কোনো খবর না থাকায় সূচকগুলো দিনের উচ্চতা থেকে নেমে এখন পাশেই ঘুরপাক খাচ্ছে।
এদিকে, ব্যবসায়ীরা ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেছেন। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১৫-২০ শতাংশের ন্যূনতম শুল্ক চাচ্ছেন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাণিজ্যিক অংশীদারদের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক থেকেও বেশি।
অন্যদিকে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি প্রাথমিক জরিপে দেখা যায়, জুলাই মাসে ভোক্তাদের আস্থা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। যদিও এটি এখনো দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে অনেক নিচে।
আগামী সপ্তাহে নজর থাকবে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের দিকে, যা মঙ্গলবার ওয়াশিংটনে একটি সম্মেলনে দেওয়া হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited