মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার
শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ি এলাকায় হরিণ শিকারের সময় আটক হওয়া মো. সাইফুল ইসলামকে এক বছর দুই মাসের কারাদন্ড দিয়েছে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল আদালত। গত ১৭ জুলাই বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বেলায়েত তালুকদারের ছেলে। বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ আগস্ট সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় বন বিভাগের টহল দল তাকে হাতেনাতে আটক করে। পরে বন আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করে। এ সময় তাকে আরো ৪ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দশ দিনের কারাদণ্ড প্রদান করেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বাগেরহাট জেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, এ ধরনের বিচার কার্য সুন্দরবনের হরিণ শিকারীদেরকে শিকার কার্যে নিরুৎসাহিত করবে বলে তিনি মনে করেন।
স্থানীয় পরিবেশবাদীরা এ রায়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান ও কঠোর শাস্তিই পারবে বন ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited