জাতীয় ডেস্কঃ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২৬ মিনিটে সভাপতির বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি দুই দফায় পড়ে যান। তবে পরবর্তীতে কিছুটা বিশ্রামের পর বসে থেকেই বক্তব্য সম্পন্ন করেন তিনি।
প্রথমবার তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করার পরই হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান। মঞ্চে থাকা নেতারা দ্রুত তাকে সামলে নিয়ে দাঁড় করান। কিছুক্ষণ পর আবার তিনি কথা বলা শুরু করলে দ্বিতীয়বারের মতো পড়ে যান। পরে সহকর্মীরা তাকে চেয়ারে বসিয়ে দেন এবং বিশ্রাম নিতে বলেন। কিছুটা সময় বিশ্রামের পর তিনি বসে থেকেই বক্তব্য শেষ করেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “জীবন থাকা পর্যন্ত এদেশের জন্য কাজ করে যাব।” তিনি দেশের রাজনীতিতে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না।”
জুলাই মাসে দেশের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আবেগঘন মন্তব্য করেন, “আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারি নাই। আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তাপচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?” তাঁর এই বক্তব্যে রাজনৈতিক সংস্কারের প্রত্যয় প্রকাশ পায়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited