রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে : প্রাথমিক উপদেষ্টা শাল্লায় সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত। বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল কিছু কিছু রাজনৈতিক দল তারাই জানে না পিআর কী : মির্জা ফখরুল ডেভিডের রেকর্ড সেঞ্চুরি; সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা সাঘাটা থানার ভেতরে এএসআই মহসিন কে ছুরিকাঘাত, পুকুরে মিললো হামলাকারীর মরদে। ইসলামের দৃষ্টিতে প্রতিবাদ করাও ইবাদত শাল্লায় জুয়ার সরঞ্জাম সহ ৪ জুয়ারী গ্রেফতার থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ডেভিডের রেকর্ড সেঞ্চুরি; সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

  • আপডেট এর সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্কঃ

টিম ডেভিডের রেকর্ড সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে দুই ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করেছে অসিরা। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করে ১০২ রানে অপরাজিত থাকেন ডেভিড।

সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১২৫ রানের যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ।

৩ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৬২ রানে আউট হন কিং। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ক্যারিবীয় অধিনায়ক হোপ। ৫৭ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। বিশ্বের প্রথম উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হোপ।

হোপের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত ভার্সনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ক্যারিবীয়দের।

জবাবে ৬১ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট পতনের পর ক্রিজে এসে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড। ১৬ বলে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ডেভিড।

এরপর মাত্র ৩৭ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড। যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন জশ ইংলিশ। ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ।

পঞ্চম উইকেটে মিচেল ওয়েনের সাথে ৪৬ বলে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ডেভিড। টি-টোয়েন্টিতে যা অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম উইকেটে সর্বোচ্চ  রানের জুটি।

৬টি চার ও ১১টি ছক্কায় ৩৭ বলে ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন ডেভিড। ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩৬ রান করেন ওয়েন।

আগামীকাল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলবে দু’দল।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ