চিন্ময় দাশ : শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।
শাল্লা থানা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, শাল্লা থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় শাল্লা থানায় কর্মরত এসআই (নিঃ) তারেক নাজির, এসআই নবী হোসেন, এএসআই আখতারুজ্জামান, এএসআই জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শাল্লা থানা এলাকা হতে আসামী ( ১) মোঃ আফসুর উদ্দিন(৪৫), পিতা-বাবর আলী , সাং- মানিকদা, থানা- দিরাই, জেলা -সুনামগঞ্জ, :( ২) মোঃ মোসাব্বির মিয়া(৩৫), পিতা-আব্দুল মন্নার , সাং- সরমা, থানা- শাল্লা, জেলা -সুনামগঞ্জ, (৩) মোঃ আবুল হাসান(৫০), পিতা-মৃত হরমুজ আলী , সাং- সরমা, থানা- শাল্লা, জেলা -সুনামগঞ্জ:( ৪) জহিরুল ইসলাম(৩০), পিতা-মোঃ তাজুল ইসলাম ,সাং- শ্যামারচর, থানা- দিরাই, জেলা -সুনামগঞ্জদেরকে শাল্লা থানাধীন ০১ আটগাঁও ইউপিস্থ শর্মা সাকিনস্থ জনৈক জহিরুল ইসলাম এর টিনের বসত ঘরে জুয়া খেলার আসর হইতে নগদ ১৬,৪১০/- (ষোল হাজার চারশত দশ) টাকা, জুয়া খেলার উপকরণ তাস বিভিন্ন রংয়ের- ২০৮ পিস উদ্ধার করা হয়।
এবং দিরাই থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০১৬; জি আর নং-২২৬/২০১৬, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০১৬; ধারা- ২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর পরোয়ানাভুক্ত আসামী রমজান আলী (৪৭), পিতা-মৃত মরম আলী, স্থায়ী : গ্রাম- চিকাডুবি, থানা- শাল্লা, জেলা -সুনামগঞ্জকে থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন
শাল্লায় মাদকদ্রব্য ও জুয়াচুরি অভিযান অব্যাহত থাকবে, এটা প্রতিনিয়ত হবে যে মাদকদ্রব্য ও জুয়াখেলা নির্মুল করে দেওয়াই আমাদের লক্ষ।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited