জাতীয় ডেস্কঃ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল।
আজ দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি নিহত মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের চুলাশ ভুঁইয়া বাড়িতে আসেন।
এসময় তারা নিহত মাহতাবের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং মাহতাবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।
বাংলাদেশ বিমান বাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।
তিনি বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited