শাল্লা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের
শাল্লায় সুজন শুক্ল বৈদ্য (১৭ ) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে 'আত্মহত্যা' করেছে।সোমবার ২৮ জুলাই সকাল ৯ টার দিকে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আঙ্গাওরা নতুন হাটির গ্রামে নিজ বশত ঘরে এ ঘটনাটি ঘটেছে।প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে বাঁশের ধন্নার সাথে গলায় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় সুজন শুক্ল বৈদ্য কে দেখতে পান তার বোন জামাই বাদল শুক্ল বৈদ্য ৷ পরে বাড়ির লোকজনের সহায়তায় লাশ নিচে নামানো হয়।
সে আংগাওরা নতুন হাটির গ্রামের শচিন্দ্র শুক্ল বৈদ্যর পুত্র।এমন খবর পেয়ে এস আই তারেক নাজির সঙ্গীয় ফোর্স গিয়ে ঘটনার স্তলে লাশের তদন্ত করে, পরে তার বাবা মাকে জিঙ্গাসা করলে তারা বলেন আমাদের কারো প্রতি কোন সন্দেহ নেই ।শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান মৃত ব্যক্তি সম্পর্কে যে ছেলেটি মারা গেছে তার গার্ডিয়ানদের সন্দেহ নাই। পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি ক্রমে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশের কার্যক্রম যেটা আছে তাতে ইউডি মামালা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited