চিন্ময় দাশ : শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় পারফরম্যান্স ব্রেজড গ্র্যান্টস্ ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনড স্কীম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্ত, শিক্ষা মন্ত্রনালয় এর উদ্যোগে ও
উপজেলা মাধ্যমিক অফিস ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজনে ৩০ ( জুলাই) বুধবার
শাল্লা উপজেলা হলরুমে
শাল্লা উপজেলা একাডেমিক সুপার ভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় ও শাল্লা উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার ( অ: দা:) মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিয়াস চন্দ্র দাশ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ( ভা :প্রা) বিশ্বানাথ দাস।
বক্তাগন বলেন শিক্ষার মানোন্নয়ন অভিভাবকদের উদ্দেশ্য সচেতন মুলক ও সমাজের ভিবিন্ন ধরনের অনৈতিক মুলক কাজ থেকে বিরত থাকতে ও শিশু শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন না দেওয়ার জন্য অভিভাবকদের কাছে আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে পারফরম্যান্স ব্রেজড
গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিমের আওতায় ২০২৩- ২৪ অর্থ বছরের এস এসসি , এইচ এস সি সমমানের পরীক্ষার কৃতিত্ব পুর্ন ফলাফলের মোট ১৮ জন শিক্ষার্থীদের কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে পুর্বে তাদের নিজস্ব একাউন্টে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এসময় আরো উপস্থিতি ছিলেন সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ হরিপদ দাস, শাল্লা উপজেলা
বি এন পির আহ্বায়ক সিরাজুল ইসলাম ,
শাল্লা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরে আালম ছিদ্দিকি,
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল,
গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন ,
আটপাড়া দাখিল মাদ্রাসা সুপার মতিউর রহমান ও ভিবিন্ন প্রতিষ্ঠান প্রধান – সভাপতি, অভিভাবক / শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।