বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেত্রী তিথি বসু আবার প্রেমে পড়েছেন। অভিনয় থেকে অনেকটাই দূরে থাকা এই অভিনেত্রী এখন নিয়মিত ভ্লগিং করেন। সম্প্রতি নিজের প্রেমের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। নতুন প্রেমিক শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে প্রেমিকের মুখে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। তিথির ভাষ্য, “আমি নজর লাগায় বিশ্বাস করি। তাই এখনই পুরো ছবি দিতে চাই না, কিন্তু পোস্ট করতেও মন চায়।”ভ্লগিং করতে গিয়েই শুভজিতের সঙ্গে পরিচয়—এরপর গড়ে ওঠে সম্পর্ক। শুভজিৎ মিডিয়ার কেউ নন; এক সময় চাকরি করলেও এখন ব্যবসা শুরু করেছেন। তিথি জানিয়েছেন, আপাতত প্রেমেই ব্যস্ত তাঁরা। বিয়ে নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই ‘মা’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় জনপ্রিয়তা পান তিথি। আগেও একবার প্রেমে জড়িয়েছিলেন, কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তিন বছর পর আবার নতুন সম্পর্কে জড়ানোর খবর জানালেন তিনি।