খেলাধুলা ডেস্কঃ
পেটের পেশীতে টান পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ন্যাথান স্মিথ। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এই তথ্য নিশ্চিত করেছে।
অল-রাউন্ডার জাকারি ফোকস তার স্থানে দলে অন্তর্ভূক্ত হয়েছেন। টেস্ট স্কোয়াডে এই প্রথম ডাক পেয়েছেন ফোকস।
বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন স্মিথ। পরবর্তীতে এমআরআই রিপোর্টে তার পেশীতে টান ধরা পড়ে। এ কারনে দুই থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
২৭ বছর বয়সী স্মিথ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০ রানে তার ৩ উইকেটের সুবাদে জিম্বাবুয়ে ১৪০ রানে গুটিয়ে যায়।
এরপর ৭৯ বলে ২২ রান করার পর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে আসেন। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি।
এদিকে প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠের ইনজুরিতে পড়া উইল ও’রুর্কের ব্যাক-আপ হিসেবে নিউজিল্যান্ড দলে আরো ডাকা হয়েছে বাঁ-হাতি ফাস্ট বোলার বেন লিস্টারকে। ও’রুর্ক প্রথম ইনিংসে ১৩ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় স্পেলে তিনি ২৮ রানে ৩ উইকেট দখল করেন। এনজেডসি জানিয়েছে তার ফিটনেস পর্যবেক্ষন করা হচ্ছে।
ফোকস এ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি২০ ও একটি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তিনি কিউই দলে ছিলেন। এই সিরিজে রোমাঞ্চকর ফাইনালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়।
ঘরোয়া পর্যায়ে ফোকস ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৫৭ উইকেট দখল করেছেন। এছাড়া ব্যাট হাতে ১৯.৪২ গড়ে সংগ্রহ করেছেন ৫৪৪ রান।
এদিকে লিস্টার এখনো কোন টেস্ট ম্যাচে খেলেননি। তবে তিনটি ওয়ানডে ও ১২টি টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছেন। প্রায় এক বছর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিস্টার।
বৃহস্পতিবার থেকে বুলাওয়েতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী হয়েছিল।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited