মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের নিশি চন্দ্র দাস স্ত্রীঃ সান্তনার সাথে সাঁকোয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম হিন্দু ও মুসলমান ধর্মালম্বীর অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় পলাশ গংদের নামে মিথ্যা মামলা হয়েছে।
ঘটনার দিন গত ২৫ জুলাই রাত আনুমানিক ১:৩০ সময় জহুরুল ইসলাম সান্তনার বাড়িতে আসলে গ্রামবাসী আটক করে। এ ঘটনার জের ধরে পলাশ গংদের নামে মিথ্যা মামলা করেন সান্তনা। প্রতিকার চেয়ে এলাকাবাসীর আয়োজনে ০২ আগস্ট শনিবার দুপুরে চিথুলিয়া গ্রামে মানববন্ধন ও নীলকুঠি গ্রামে বিক্ষোভ মিছিল স্থানীয় স্বাস্থ্য মহল গণস্বাক্ষর করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশ মিয়া, আবুল কালাম আজাদ, লিপি বেগম, পবন, সীতা, অনিতা সহ আরো অনেকে।
সান্তনার অসামাজিক কার্যকলাপের প্রতিকার চেয়ে আব্দুল মালেক সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, সান্তনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।