বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জুলাইয়ের চেতনায় নানা শ্লোগানসহ ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল রিক্সা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দিনটি উপলক্ষে পৃথক পৃথক সময়ে জেলা শহরে মিছিল বের করে। পরে সংগঠনগুলো আলাদা আলাদাভাবে নানা কর্মসূচি পালন করে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ