মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বর্জনের ঘোষণা দিলেন হান্নান মাসউদ ২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ফরিদপুর হতে গ্রেফতার। আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’ প্রেমিকের মুখে স্টিকার! সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের মামলা ন্যাথান স্মিথ ছিটকে গেলেন জিম্বাবুয়ে সফর থেকে সাড়ে ৪ শত বছর পর প্রথমবারের মতো রাশিয়ায় সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছেন ছাত্রদলের সমাবেশে সাঘাটায় অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলা, প্রতিকারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গণস্বাক্ষর করেন। শিবগঞ্জে জমি সংক্রান্ত জেরে কয়েক দফা হামলা একাধিক মামলা।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বর্জনের ঘোষণা দিলেন হান্নান মাসউদ

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

রাজনীতি ডেস্কঃ

গণঅভ্যুত্থানের স্মরণে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) অনুষ্ঠিতব্য ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই সরকার জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে আমন্ত্রণ জানাননি। এ বিষয়ে হান্নান মাসউদ সোমবার (৪ আগস্ট) রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে বিস্তারিত অবস্থা তুলে ধরেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদানের অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেয়েছি, কিন্তু সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি হিসেবে গণ্য ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে আমন্ত্রণ জানাতে পারেনি। হয়তো কতগুলি আসন থাকবে, কিন্তু ১৫৮ জনের জন্য যথেষ্ট জায়গা হবে না।’ তিনি আরও প্রশ্ন তুলেন, ‘এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জন্য জায়গা রাখা হয়েছে কি না।’ তিনি বলেন, ‘যারা সাহসিকতা ও নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছিল, তারা আর এই সরকারের কাছে মূল্যহীন বলে বিবেচিত হচ্ছে।’

হান্নান মাসউদ আরও বলেন, ‘আমার সহযোদ্ধারা যারা মৃত্যুকে ভয় না পেয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠান বর্জন করবো।’

অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

এদিকে, বিএনপি ৫ আগস্টের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির পাঁচ সদস্য অংশগ্রহণ করবেন। বিএনপির শীর্ষ নেতারা সোমবার রাতে গুলশানে এক বৈঠকে এসব প্রস্তুতি নিশ্চিত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন।

তারেক রহমান ওই বৈঠকে বলেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, ‘জনগণের রায়ই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস’ এবং দেশবাসীর সমর্থন নিয়ে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এছাড়া পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫-৩০ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেবেন।

তিনি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলন এবং শহীদ ও আহত পরিবারের সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের ত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আগামী দিনের রাজনীতিতে সফলতা অর্জন অপরিহার্য।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের বর্জনের ঘোষণা ওই দিনের রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ