চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আলামিন আলি:
এই ৫ই আগস্টে স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচারকে বিদায় করার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর আপনারা শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৬ আগস্ট (বুধবার) বিকেলে উপজেলার পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: শাহজাহান মিঞা তিনি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দিয়ে বলেন—নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা নির্বাচনে কাজ আরম্ভ করুন। আপনারা দলের কাজ, বিএনপির কাজ, নির্বাচনের কাজ এখন থেকেই শুরু করে দিন।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: আশরাফুল হক।আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো: আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক প্রমুখ।
সমাবেশ শেষে ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited