মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও বিচারের প্রতিবাদে মানববন্ধন। বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোগে মানববন্ধন গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে বাড়তে পারে মার্কিন-রাশিয়া শীর্ষ বৈঠক চূড়ান্ত আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্তদের রুখে দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টা ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। সিইসি ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

  • আপডেট এর সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮ বার পঠিত হয়েছে

র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগস্থ ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম শিকদার (২৫), পিতা- মো: মুকতার শিকদার, সাং- গাড়ফা, থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।

ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তামিম শিকদার ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সুযোগে সে তাকে বিশ্বাস অর্জন করে এবং আসামী ভিকটিমকে ভুল বুঝিয়ে প্রেমের কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ও স্থির চিত্র ধারণ করে। একপর্যায়ে ভিকটিমকে আসামী তার বাড়ীতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে ও কৌশলে ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে আসামী সেই স্থির চিত্রতে নগ্ন ছবির সহিত এডিট করে ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমের পরিবারের নিকট ইমোতে স্থির চিত্র ও ভিডিও চিত্র পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মামলা নং- ০৭, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি., ধারা- ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)/৮(৬) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২; তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ