মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও বিচারের প্রতিবাদে মানববন্ধন। বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা উদ্যোগে মানববন্ধন গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে বাড়তে পারে মার্কিন-রাশিয়া শীর্ষ বৈঠক চূড়ান্ত আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্তদের রুখে দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টা ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। সিইসি ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে বাড়তে পারে

  • আপডেট এর সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

জাতীয় ডেস্কঃ

দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে সামান্য বাড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।আরও বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট তারিখের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়ীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৬৮ মিলিমিটার। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সুর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ