বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা সানজিদা আফরিন নিলা
আজ "বাংলাদেশ প্রেসক্লাব" ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিকে হারানোর বিষয় নয়, এটি আমাদের সমাজ, গণমাধ্যম ও বিচার ব্যবস্থার জন্য গভীর এক শোক ও ক্ষোভের মুহূর্ত।
এই হত্যাকাণ্ড প্রমাণ করে, সত্য ও ন্যায় প্রকাশ করার পথে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে কাজ করেন। যারা দেশ ও সমাজের বাস্তবতা তুলে ধরেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না করা আমাদের ব্যর্থতা।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সত্যের পথে চলা কারও জীবন কেড়ে নেওয়া যাবে না—এই নীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited