মোঃ জিল্লুর রহমান সাঘাটা প্রতিনিধি।
সাম্প্রতিক আলোচিত গাঁজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকান্ড সহ সারা দেশে সাংবাদিকদের হত্যা-নির্যতনের প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সাঘাটা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার ১২/০৮/২০২৫ইং বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক তুহিনকে দিবালোকে জবাই করে হত্যাকান্ডের নির্মম ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারাদেশের সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে প্রতিবাদ ও নিন্দার ঝড়বইছে। এরই ধারাবাহিকতায় সাঘাটায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক রেজা, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন,সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সংবাদিক আনিছুর রহমান টিপু, কবি-সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আবু তাহের, যায়যায়দিন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রানা, আবু সাঈদ, জাকিরুল ইসলাম জাকির, এশিয়ান টেলিভিশন এর সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, সাংবাদিক বরুণ কুমার সিংহ,জাকির হাসেন লিটন,দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান, আনছারুল ইসলাম রেজওয়ান প্রমুখ।বক্তব্যে বলেছেন,সত্য প্রকাশের ভয়ে সাম্প্রতিক গাঁজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাঁরা তুহিন হত্যার নিন্দা জানিয়ে আরও বলেন, এমনিভাবে ইতিপূর্বের সরকার আমলেও সাগর-রুনিসহ অনেক সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে। অপরাধিরা টার্গেট করে সারাদেশে সাংবাদিকদের ধারাবাহিকভাবে গুম,খুন,নির্যাতন ও হুমকি প্রদানের মিশন বাস্তবায়ন করছে। গাঁজীপুরের তুহিনসহ সকল সাংবাদিক হত্যা,নির্যতন, হুমকির নিন্দা জানান এবং সকল সাংবাদিক হত্যা,নির্যাতন ও হুমকির সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছন
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited