মোঃ কামরুল ইসলাম টিটু
:স্টাফ রিপোর্টার :
পূর্ব সুন্দরবনের বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন পশুর নদী ডলফিন অভয়ারণ্য এলাকায় এ মাইকিং করা হয়।
মাইকিং কার্যক্রমের নেতৃত্ব দেন স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিম। এ সময় স্থানীয় জেলেদের ডলফিন শিকার, বিরক্ত করা বা তাদের আবাসস্থল নষ্ট না করার আহ্বান জানানো হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “সুন্দরবনের ডলফিন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited