মোঃ কামরুল ইসলাম টিটু
:স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী রাজৈর'র মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার মালিক মোঃ কবির কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১৩ আগস্ট বিকেলে বলেশ্বর নদীতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বালেশ্বর নদীর তীরবর্তী রাজৈরী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ কুমার সিংহ পুলিশ, আনসার ও গ্রাম সদস্যদের সমন্বয় অভিযান চালায়। এ সময় মার্কাস সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমান অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। পরে ড্রেজার মালিক কবির এ ধরনের কাজ আর করবেন না এই মর্মে মুচলেকা দিয়ে অর্থদণ্ডের বিনিময়ে মুক্তি পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে এ জরিমানা প্রদান করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না এই মর্মে মুচলেকা প্রদান করেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited