শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ওএমএস ডিলার নিজাম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন-মোঃ সেলিম (৪৫) পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাকিব (২২) পিতা- মোঃ সেলিম, উভয় সাং-লোহাগাছ, ওয়ার্ড নং- ০৩, পৌরসভা ও থানা শ্রীপুর, জেলা- গাজীপুর।
অভিযোগে সূত্রে জানায়, শ্রীপুর পশু হাসপাতাল এর সামনে মেসাস নিজাম উদ্দিন এন্ট্রার প্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়া সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছি। বেশ কিছুদিন যাবত অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।
ঘটনার তারিখ ১২ আগস্ট ২০১৫ ইং দুপুর ২ ঘটিকার সময় নিজাম উদ্দিন এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া দোকান হইতে বাহির হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে লোকের সম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী ভাবে মারপিট করিয়া তার নিকট হইতে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, এবিষয়ে একটি মামলা হয়েছে এবং ১ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।