সাউথ এশিয়ান (এসএ) গেমসে দীর্ঘদিন ধরেই পদক খরায় ভুগছে ভলিবল। আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে পদক জয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের আয়োজন করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষ প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
দীর্ঘমেয়াদী অনুশীলন আর আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসএ গেমসে পদকখরা কাটাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘আমরা এসএ গেমসে পদক পুনরুদ্ধার করতে চাই। তাই মেয়েদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছি।’
এসএ গেমসে সামনে রেখে শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রিপোর্ট করেছে খেলোয়াড়রা। ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে আজ থেকে বিকেএসপিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। রিপোর্টিংয়ে ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সহ সভাপতি মাসুদুল আলম, সাধারন সম্পাদক বিমল ঘোষ, যুগ্ম সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম দলের ম্যানেজার আমিরুল ইসলাম আপন ও ইমতিয়াজ করিম শুভ উপস্থিত ছিলেন।
বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের তত্ববধানে অনুশীলন করবেন মেয়েরা। এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদী এই অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিমল ঘোষের বলেন, ‘দীর্ঘ চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট তাদেরকে এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’
বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা ভলিবল টুর্নামেন্ট এবং তারুণ্যের উৎসবের টুর্নামেন্টের থেকেই প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited