চিন্ময় দাশ : শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লার সদরস্ত ডুমরা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইর আখড়ার আয়োজনে ও আখড়া কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান, কলর্যাণ ফ্রন্ট ও পুজা উদযাপন সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ন আহনব্বয়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় ও ডুমরা রামকৃষ্ণ আখড়ার পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টুর সভাপতিত্বে
১৬ ( আগষ্ট) শনিবার শ্রীশ্রী রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল শোভাযাত্রা একটি র্যালী ডুমরা আখড়া প্রাঙ্গণে হতে শাল্লা সদরের বিভিন্ন মহাসরক প্রদক্ষিন করে পরিশেষে ডুমরা রামকৃষ্ণ গোসাঁইর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডুমরা শ্রী রামকৃষ্ণ গোসাঁই আখড়ার পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুন কান্তি দাস, রবীন্দ্র চন্দ্র দাস,
শ্রী রামকৃষ্ণ গোসাঁই আখড়ার পরিচালনা কমিটির সহ: সভাপতি বাবুল চন্দ্র দাস, শ্রীরামকৃষ্ণ আখড়ার সেবায়েত গুরুচরন মোহন্র,
এছাড়া আরও বিশেয অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দিরাই – শাল্লার সম্ভাব্য এমপি পদপ্রার্থী জনাব মোঃ তাহির রহমান পাবেল,
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম,
দিরাই পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন ডুমরা আখড়া কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।