বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইভলভ প্রকল্পের সমাপ্তি ও কার্যক্রম টেকসই করনে কর্মশালা অনুষ্ঠিত তিস্তার ওপর সেতু’র উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ৩ দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেছে। বাগেরহাটে আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী আশিক ইকবাল রেজা সভাপতি ও মিরু কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন: ইভলভ প্রকল্পের সমাপ্তি ও কার্যক্রম টেকসই করনে কর্মশালা অনুষ্ঠিত: শাল্লায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতঃ গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন সহ মানববন্ধন সংবাদ প্রচারের প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির  সংবাদ সম্মেলন ফেসবুকে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সংবাদ প্রচারের প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির  সংবাদ সম্মেলন

  • আপডেট এর সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও অপপ্রচার’ অ্যাখা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ। রবিবার (১৭ আগস্ট) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।লিখিত বক্তব্যে নাহিদুজ্জামান নিশাদ বলেন, গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় আমাকে নিয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, শিষ্টাচার বহির্ভূত ও উদ্দেশ্য প্রনোদিত। আমি কোনদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সাথে কোনো পর্যায়ে কোনভাবে কোন দিন জড়িত থাকার বিষয় প্রমাণ করতে পারলে যেকোন শাস্তি বিনা শর্তে মেনে নিব। একইভাবে আমি কখনো পতিত আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করিনি। আমি একজন শিল্পপতি। আমি আওয়ামী অপশাসন আমলে কোনো সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করিনি, ঠিকাদারী করিনি, বালু বা জলমহাল, হাট ঘাট ইজারা নেইনি। আমার প্রতিষ্ঠিত শিল্পকারখানা চালাতে সরকারি আনুকূল্য লাগেনি। তিনি আরও বলেন, আমার দলীয় পদ প্রাপ্তিতে নির্দিষ্ট কিছু পর্যায় অতিক্রম করতে হয়েছে। আমাকে দলীয় পদ দিতে প্রথমে সাঘাটা-ফুলছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জেলা বরাবর লিখিত সুপারিশ করে। এর ভিত্তিতে গাইবান্ধা জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি বরাবর সুপারিশ করেন এবং কেন্দ্র এসব বিবেচনা করে আমাকে গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি পদ দেয়। এখানে অর্থ লেনদেনের কোনো সুযোগ নাই বা আমি কাউকে কোনো অর্থ প্রদান করিনি। তাই অর্থের বিনিময়ে আমি পদ পেয়েছি মর্মে যে বয়ানে প্রতিবেদন করেছে তার কোন ভিত্তি থাকতেই পারে না। এসময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামি প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ