আলামিন আলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
কীটনাশক থেকে মুক্তি পেতে, জমির উর্বরতা বৃদ্ধি পেতে জৈব সারের বিকল্প নেই, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা সফল উদ্যোক্তা আশিক জৈব সার উৎপাদন করে সফলতা অর্জন করেছে এমনকি ছয় জন বেকারের কর্মসংস্থানও হয়েছে, উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত: আব্দুল আখের আলির ছেলে আশিক ইকবাল ( আব্দুল কারিম) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া (RDA) থেকে ট্রাইকো কম্পোস্ট( জৈব সার) উৎপাদনে প্রশিক্ষণ গ্রহণ করেন ২০২৩খ্রিঃ। তাসনিম জৈব সার, মুনলাইটার মার্কেটিং প্রাঃ লিঃ এর ট্রাইকো কম্পোস্ট (জৈব সার), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগার, রাজশাহী থেকে পরিক্ষিত। তাসনিম জৈব সার প্রতিমাসে উৎপাদন করেন প্রায় ১০ টন, এবং তার কারখানায় প্রতি মাসে ৬ থেকে ৭ জন বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। তাসনিম জৈব সার এর স্বত্বাধিকার আশিক ইকবাল রাজমিস্ত্রির কাজ ছেড়ে, হয়ে উঠেন একজন তরুণ উদ্যোক্তা, তার স্বপ্ন ছিল নিজের কর্মসংস্থান গড়ে তোলা এবং বেকারত্ব দূর করা বেকারদের কর্মসংস্থানে লাগানোর, অদম্য ইচ্ছা নিয়েই ট্রাইকো কম্পোস্ট (জৈব সার) উৎপাদন করা শুরু করে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া বলেন, তরুণ কৃষি উদ্যোক্তা আশিক ইকবালের জৈব সার গুণগতমান পরীক্ষা করা হয়েছে এবং তার গুনগত মান ঠিক আছে এবং তাকে সঠিক পরামর্শ ও সহযোগিতা করা হবে।