ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
সানজিদা আফরিন নিলা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে নাদির খা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ২২ আগস্ট দুপুর ১টার দিকে চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের সামনে।
এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাম্বারবিহীন একটি মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের পিছনে বসা আরোহী নাদির খা গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নাদির খা বিজয়নগর উপজেলার কালিসীমা মধ্যপাড়া গ্রামের মৃত নবাব খার ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং লাশ কিছুই পাওয়া যায়নি, পরবর্তীতে লাশের সন্ধান পেয়ে লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।