শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সিরাজগঞ্জ জেলার তাড়াশে মুক্তিযোদ্ধার বাসায় দস্যুতা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট এর সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ জেলার তাড়াশে বীর মুক্তিযোদ্ধার বাসায় দস্যুতা মামলার আসামি  মোঃ ফজলু শেখ (৪৫) গাজীপুরের মৌচাকে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। গত ০১/০৬/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই চৌধুরী (৬৯) এর বাসায় দস্যুতার পরিকল্পনার সূচনা ঘটে। বাসার ফ্রিজ নষ্ট হওয়ায় রিপন নামক এক মিস্ত্রি ফ্রিজ মেরামতের কাজে নিয়োজিত হন। এ সময় রিপন ফ্রিজের আশপাশে চেতনানাশক দ্রব্য ছড়িয়ে দেয়, যার ফলে ভিকটিমের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ভিকটিম মোঃ আব্দুল হাই চৌধুরী একই তারিখ রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় নিজ বাড়িতে ফিরে এসে বিশ্রাম নেন। পরদিন ০২/০৬/২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ভিকটিম হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখতে পান যে, তিনজন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী বাসার প্রধান গেট ভেঙে এবং ঘরের এক পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। তারা আলমারির তালা ভেঙে নগদ ৩ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে এবং বাধা দেওয়ায় ভিকটিম ও তার স্ত্রীকে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা নং- ০২, তারিখ- ০২/০৬/২০২৫, ধারা- ৪৫৭/৩৯৪/৫০৬(২) দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে গত ২৩/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা হতে উক্ত মামলার অন্যতম আসামি মোঃ ফজলু শেখ (৪৫), পিতা- মৃত মোকছেদ, সাং- মাঝদক্ষিণা, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ