শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৫ আগষ্ট (সোমবার) দুপুরে পুরাতন শহীদ মিনারের সামনে এ আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে সেচ্ছাসেবক দলের একটি র্যালী পুরাতন শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারের সামনে এসে সমাপ্ত হয়। আলোচনা সভা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম মাস্টার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা বাবু সাগর সরকার, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিক মিয়া, হবিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা মনু মিয়া প্রমুখ।পরবর্তীতে আলোচনা সভা শেষে সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বাজারের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশগ্রহণ করে।তবে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাহাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বির আহমেদ স্বেচ্ছাসেবক দলে যোগদান করেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited