শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

প্রীতির হ্যাটট্রিকে আবারো নেপালকে হারিয়েছে বাংলাদেশ

  • আপডেট এর সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্কঃ

সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ফিরতি লেগে আবারো নেপালকে পরাজিত করেছে উড়ন্ত বাংলাদেশ। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বাংলাদেশ জিতেছে ৪-১ গোলে। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

প্রীতির তিন গোলের পাশাপাশি স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন থুইনু মার্মা।

নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা কোন কাজে আসেনি।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশে এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। সম সংখ্যক ম্যাচে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ভারত তিন ম্যাচের সবকটিতে জয়ী হয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

আজ ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। বেশ কিছু সুযোগ তৈরী করেও সঠিক ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। ৩৯ মিনিটে ডেডলক ভাঙ্গেন থুইনু মার্মা। মধ্যমাঠ থেকে বল রিসিভ করে রাইট উইং দিয়ে কোনাকুনি শটে তিনি বল জালে জড়ান (১-০)।

প্রথমাধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন প্রীতি। ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের জোড়ালে শটে তিনি লক্ষ্যভেদ করেন (২-০)। দূরন্ত এই শটে নেপালের গোলরক্ষক লক্ষ্মী ওলির কিছুই করার ছিলনা।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে পোস্টের কাছে থেকে অধিনায়ক ভূমিকার শক্তিশালী লফটেড শটে নেপাল এক গোল পরিশোধ করে (২-১)।

বিরতির পর ৭১ মিনিটে মামনি চাকমার ডানদিকের কর্ণার থেকে আসা বল সহজেই জালে জড়ান প্রীতি (৩-১)। ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি (৪-১)। পুর্নিমা মার্মার ক্রসে প্রীতি কোন ভুল করেননি।

এর আগে বাংলাদেশ স্বাগতিক ভূটানকে ৩-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে বসে। যদিও তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে প্রথম ম্যাচে নেপাল ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে পরাজিত হয়।

আগামী ২৯ ও ৩১ আগস্ট এই একই ভেন্যুতে বাংলাদেশ টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ভূটান ও ভারতের মুখোমুখি হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ