শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট

  • আপডেট এর সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্কঃ

খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফট। গত মঙ্গলবার নিজেদের বাগদান সেরে নিয়েছেন তারা, যার খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাদের কোটি ভক্ত। দুই বছরের প্রেমের সম্পর্কের পর এই মহৎ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছরের এই তারকা জুটি। তাদের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন গায়িকা নিজেই। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে উঠে এসেছে তাদের ভালোবাসার মধুর মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে টেলরকে প্রস্তাব দিচ্ছেন কেলসে। ক্যাপশনে লেখা, “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে”, সঙ্গে রাখা হয়েছে একটি ফায়ারক্র্যাকার ইমোজি। ছবিগুলোতে সবুজ-ফুলে ভরা প্রাকৃতিক পরিবেশে তাদের রোম্যান্টিক মুহূর্তগুলো ধরা পড়েছে। ভক্তদের নজর কেড়েছে তাদের সেই প্রোপোজাল রিংও। পোস্টটি প্রকাশ হতেই ইন্টারনেটে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে ২৫ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে- যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি। ভক্তদেরও যেমন উচ্ছ্বাস, পাশাপাশি টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত, গুগলে “ঞধুষড়ৎ ঝরিভঃ”লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেলসে একজন অসাধারণ মানুষ।” দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের “নিউ হাইটস”পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি। সেই ব্যর্থতার কয়েক মাস পরে পরিস্থিতি বদলে যায়। সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের এক ম্যাচে, যেখানে তিনি কেলসের মা ডোনা কেলসের পাশে বসেন। এক মাস পর “সেটারডে নাইট লাইভ”-এ তাদের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপর থেকে তাদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ