মো:আবুল হোসেন :
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ শারমিন আহমেদ (তিথী)। পূর্বের কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন ডাঃ শারমিন।
গত ২৬ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক গজারিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গত ২৬ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন—“চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।”
ডাঃ শারমিন আহমেদ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় গজারিয়ায় স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে।” স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান গজারিয়ার জনগণের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
পূর্বের কর্মস্হান সোনারগাঁও উপজেলায় যোগাযোগ করা হলে প্রধান সহকারী নজরুল ইসলাম বলেন,ম্যাডামের ব্যবহার অমাইক, ম্যাডাম হাসিমুখে সব কাজ সমাধান করে দিতেন। সবাইকে একটি পরিবারের মত মনে করত। মাত্র কয়েক মাস আমরা উনাকে পেয়েছি। ওনার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ
স্বাস্থ্য পরিদর্শক( ইনচার্জ) আব্দুল মতিন সাহেব বলেন, ম্যাডাম অল্প কয়েক দিনে সবাইকে খুব আপন করে নিয়েছিলেন। একজন জনবান্ধব এবং কর্মীবান্ধব প্রশাসক ছিলেন। সবাইকে হাসিমুখে সমস্যার সমাধান করেছেন। আমি আশা করি গজারিয়া উপজেলায়ও অতি অল্প সময়ে সবার মন জয় করে নিবেন।এবং স্বাস্থ্য সেবার উন্নতি ঘটবে। আর আমার নিজ উপজেলা ও গজারিয়া। আমি চাকরি-সুত্রে সোনারগাঁও উপজেলায় চাকরি করি।
স্বাস্থ্য সহকারী সেলিম প্রধান বলেন, ম্যাডাম একজন সৎ এবং মানবিক অফিসার ছিলেন। উনার কর্মদক্ষতায় সবাইকে আপন করে নিয়েছিলেন। উনার নেতৃত্বে গজারিয়া উপজেলার জনগণ আরো ভালো সেবা পাবে এই প্রত্যাশা করি। ম্যাডামের জন্য শুভকামনা রইল।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সোনারগা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী আব্দুল কাদের (শ্যামল) বলেন, ডঃ শারমিন সুলতানা( তিথি) ম্যাডাম একজন মানবিক, ব্যক্তিত্ববান, সৎ, সাদা মনের মানুষ ছিলেন। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার উন্নয়নে উনার অবদান অনস্বীকার্য। আমরা সোনারগাঁ বাসি ম্যাডামকে অনেক মিস করবো।। আমরা আশা করি সোনারগাঁও উপজেলার মতো গজারিয়া উপজেলায়ও উনার সুদক্ষ নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত করবেন। যাতে এর সুফল জনগণ পায়। ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করি এবং শুভকামনা রইল।।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited