শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নুরের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার: গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট এর সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোমেন উদ্দিন বিশ্বাসের ছেলে মো. মোস্তফা বিশ্বাসকে এক বছর পূর্বে তার বড় বোন চন্দনা বেগম পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বিক্রির জন্য প্রস্তাব দেন। জমি না নিলে অন্য লোকের নিকট জমিটি বিক্রি করে দেবে বলে জানান। ফলে নিরূপায় হয়ে বসতবাড়ির সাথের জমির কথা চিন্তা করে বিভিন্ন এনজিও থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে মো. মোস্তফা বিশ্বাস বোনের ১৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর মোস্তফা বিশ্বাসের ছোট মেয়ের দুর্ঘটনা এবং সপত্নীক অসুস্থতাজনিত কারণে অভাব-অনটনে পরে বসতবাড়ি থেকে ৫ শতাংশ জমি বিক্রি করতে চান। পাশের চালিনগর গ্রামের রশিদ শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ শতক প্রতি ৩ লাখ টাকা বলেন। অপরদিকে সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলাম শতক প্রতি ৬ লাখ টাকা দাম বললে তাকে জমি রেজিস্ট্রি করে দখল বুঝে দেন। জাহাঙ্গীরের কাছে কম দামে জমি বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তার আরও দুই ভাই আলমগীর ও হেমায়েত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মোস্তফা বিশ্বাসকে খুন জখমের হুমকি দেয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনে এনিয়ে সালিশ বসে। সালিশে সভাপতিতে করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখ। সেখানে আরও উপস্থিত ছিলেন এনায়েত হোসেন মেম্বার, আহাদ মেম্বার, মুশা মেম্বার প্রমুখ। সালিশের এক পর্যায়ে জাহাঙ্গীর শেখ গংদের হুমকি ধামকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে সালিশ পণ্ড হয়ে যায়। এরপর মোস্তফা বিশ্বাসকে একা পেয়ে জাহাঙ্গীর শেখ গংরা তাকে হুমকি দিয়ে ৫ শতাংশ জমি লিখে দিতে বলে। এ সময় মোস্তফা বিশ্বাস জমি আর না বিক্রি করতে চাইলে জাহাঙ্গীর শেখ গংরা তাকে কুপিয়ে-পিটিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। সেই সাথে মোস্তফার ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতাবোধ করায় মোস্তফা বিশ্বাস সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় শনিবার সকালে একটি লিখিত অভিযোগ করেছেন। পরে ওই দিন দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী মোস্তফা বিশ্বাস অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ