মোঃ কামরুল ইসলাম টিটু : স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত শরনখোলা উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে সরেজমিনে ১৫ টি সোলার বসানোর স্থান নির্বাচন করা হয়েছে।
এছাড়াও পার্কে বেড়াতে আসা পর্যটকদের জন্য জনস্বাস্থ্যের টয়লেট স্থাপনের জন্য জায়গা নির্ধারন করা হয়েছে।
এডিবি হতে ২০২৪-২৫ অর্থবছরে ৯৮১ টি পিলার রং করা হয়েছে - সেগুলো সরেজমিনে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই সপ্তাহে/অতিশীঘ্র উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত শরনখোলা উন্নয়ন কমিটির সদস্যদের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিভারভিউ পার্ক পরিস্কার করা হবে মর্মে সকলে একমত পোষণ করেছেন।
রিভারভিউ পার্কে প্রবেশের মুখে একটি বড় বিলবোর্ড স্থাপনের বিষয়ে সকলে একমত হয়- এখানেও দ্রুত কাজ শুরু হবে।প্রাথমিকভাবে একটি ছবি নির্বাচন করা হয়েছে- তবে আর্কিটেট থাকলে আরও ভাল ছবি/আইডিয়া ১০/০৯/২৫ এর মধ্যে উপস্থাপনের জন্য অনুরোধ জানান।
মাদক ও জুয়ার আড্ডা যেন না বসে সে লক্ষ্যে সবসময় পুলিশের টহল থাকবে।
এগুলোর কৃতিত্ব উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত শরনখোলা উন্নয়ন কমিটির সদস্যদের।ধন্যবাদ জানাচ্ছি -আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে
প্রদীপ্ত শরনখোলা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited