রায়পুর প্রতিনিধি
জোরকরে তুলে নিয়ে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে সাতদিন আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) ভুক্তভোগী তরুণীর করা মামলা আদালত থেকে রেকর্ড করেছে রায়পুর থানা পুলিশ। অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি (২৫) তার অপর তিন সহযোগী আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণ করেছে ওই কিশোরীকে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান।
মামলার এজাহারে বলা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের ঘটনায় মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।’
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited