সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা

  • আপডেট এর সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি

নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক মাসিক নিয়মিতকরণের (এমআর) গুরুত্ব নিয়ে স্থানীয় সংশ্লিষ্ট অংশীজনের সাথে এক নেটওয়ার্কিং সভা রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রম (আরএইচস্টেপ) এই নেটওয়ার্কিং সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম। আরএইচস্টেপ এর পরিচালক (প্রোগ্রাম) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রেন্ডশিপের মোঃ ইউনুস আলী, ওয়ার্ল্ড ভিশনের উত্তম দাস প্রমূখ। অনুষ্ঠানে আরএইচস্টেপ গাইবান্ধা জেলার কার্যক্রম ও উক্ত প্রোগ্রামের বিষয় নিয়ে উপস্থাপন করেন আরএইচস্টেপের (প্রোগ্রাম) উপ-পরিচালক ডাঃ এলভিনা মুস্তারী এবং ম্যানেজার মোঃ তৌফিক উল করিম চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএইচস্টেপ গাইবান্ধা জেলা ইউনিট ম্যানেজার মো. এনামুল হক, জেলা সমাজসেবার উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রমূখ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ