রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সুন্দরবনের দুলায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ -৬ জেলে আটক

  • আপডেট এর সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার

পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লীর ফরেস্ট টহল টিমের বনরক্ষীরা শনিবার দিবাগত রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রলার সহ ৬ জেলেকে আটক করেছে। আটক জেলেরা বন বিভাগের পামির্ট ছাড়া নারকেল বাড়িয়া খালে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় জব্দ করা হয়েছে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষাঙ্গিক মালামাল। বন বিভাগ সূত্রে জানা যায় দুবলা ফরেস্ট টহলফারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার সুন্দরবনের নারকেলবাড়িয়া খালে এলাকায় টহল কালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়।
বনরক্ষীদের দেখে জেলেরা পালাতে থাকে। এসময় বনরক্ষীরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। আটক ছেলেরা হচ্ছে বেল্লাল খান (৩০)পিতা নুর আলম, মোহাম্মদ মিরাজ (২৯) পিতা লাল মিয়া, হৃদয় হাওলাদার (৩০) পিতাঃ রিপন হাওলাদার,আলামিন হাওলাদার পিতা হারুন, খায়রুল ইসলাম (২৫), মিজান পিতা হানিফা। এদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলা পদ্মা গ্রামে। আটক জেলে সহ মালামাল রাতেই সেলারচর সোপর্দ করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা কর্মকর্তা রানাদেব জানান,নারকেল বাড়িয়ায় অবৈধভাবে মাছধরা জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ