মোঃ কামরুল ইসলম টিটু
স্টাফ রিপোর্টার
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ পালিত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের নেতা-কর্মীরা।
উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধকারীরা হরতালের সূচনা করে। এতে সকাল থেকেই উপজেলা সদর রায়েন্দা বাজারের দোকানপাট, স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দূরপাল্লার যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে হরতালে সমর্থন জানান।
হরতাল-অবরোধ কর্মসূচিতে যোগ দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা মুসা সাইফিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে দিয়ে গেজেট প্রকাশ করেছে। এটি জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করে সীমানা পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited