জাতীয় ডেস্কঃ
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা' শীর্ষক দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকাল থেকে এটি শুরু হয়।
এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে পরিবেশ সচেতনতা ক্লাব ও এজেএ বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান।
স্বাগত বক্তব্যে অধ্যাপক মুজিবুর বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পেশাগত জীবনে প্রবেশের আগে এই ধরনের প্রশিক্ষণ তাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন।
কর্মশালায় কারিগরি সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর বেটার ওয়ার্কের ন্যাশনাল কনসালট্যান্ট প্রকৌশলি এটিএম আনিসুজ্জামান, এজেএ বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড ও লিড টিউটর মো. কবিরুল আলম এবং অডিট অফিসার মাসুম আল হাসান মেহেদী।
প্রশিক্ষণে অংশ নিয়েছেন এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কিত বিভিন্ন সেশন ও প্রেজেন্টেশন করা হয় কর্মশালায়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited