জাতীয় ডেস্কঃ
খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক কর্মচারী ও পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারের ব্যবসায়ী নাজমুল হক(টিটুর) বাবা মো. হারুন মিয়া ওরফে সিদ্দিক হাওলাদার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ —–রাজিউন তার জানাজায় মানুষের ঢল। বৃহস্পতিবার সকাল ১০টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। নিহত হারুন মিয়া উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের মৃত্যু আসমত হাওলাদারের দ্বিতীয় ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের ঢাকায় তার বড় ছেলের টুকু হাওলাদারের বাসায় তার বাবা হারুন মিয়া হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যকালে তার বয়স হয়েছে ৮০ বছর। তিনি মৃত্যুকালে তিন ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। পরে বুধবার রাত ৯টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এরপরে বৃহস্পতিবার সকাল ১০ টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের মেঝ ছেলে নাজমুল হক টিটু জানান। তার মৃতের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শোক জ্ঞাপন করেন।