জাতীয় ডেস্কঃ
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে উপজেলার গেড়াখালী সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় এসব মোবাইল জব্দ করা হয়। এগুলোর বাজার মূল আনুমানিক সাড়ে ২৫ লাখ টাকা।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে মোবাইলের বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের বাজার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।