আদালত ডেস্কঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বাগাডাঙ্গা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অদ্য ১৬/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস টিম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর বালাসুর বাগাডাঙ্গা সাকিনস্থ আল্লাহর দান নামক দোকানের পশ্চিম পাশে জনৈক চুন্নু ফকিরের ইটের উন্মুক্ত প্রাচীরে ঘেরা কাশবনের মধ্যে পরিত্যক্ত জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র * ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited