বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ। বিশেষ দিন উপলক্ষে শিল্পীকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা। কনকচাঁপার গাওয়া অসংখ্য গানে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। এর মধ্যে ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’সহ বেশির ভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। গায়িকা ও নায়িকার ব্যক্তিগত জীবনেও দারুণ সম্পর্ক।
তাই তো কনকচাঁপার বিশেষ দিনটি ভোলেননি নায়িকা। প্রিয় শিল্পীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা কনকচাঁপা আপু। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে তোমার বিশাল অবদান রয়েছে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আল্লাহপাকের কাছে তোমার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’