নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মো. নুর মোহাম্মদ (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নুর মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর মোহাম্মদ নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের ছকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নুর মোহাম্মদের কাছ থেকে ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্র আরও জানায়, মাদক কারবারি নুর মোহাম্মদ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে নোয়াখালী নিয়ে আসে। তিনি এসব মাদক বিভিন্ন পন্থায় পরিবহন করে এনে নোয়াখালী জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়।নোয়াখালী গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নুর মোহাম্মদ কুমিল্লা থেকে মাদক এনে অপেক্ষা করছিল। আমরা হাতেনাতে তাকে গ্রেপ্তার করি। বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।