ঢাকা বারের আইনজীবী মোঃ নয়ন শেখ হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামী রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। যাত্রাবাড়ির ধোলাইপার এলাকায় র্যাব-১০ ও র্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি বাগেরহাট জেলার কচুয়া থানাধীন বারুইখালি এলাকার বাসিন্দা ছিলেন। একই এলাকার জাকির হাওলাদারসহ আরো কয়েকজনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকদিন যাবত বিরোধ চলছিলো, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও বিদ্যমান।
গত ৫ আগস্ট দুপুরে কচুয়া-ফতেপুর রাস্তায় আসামী জাকির হাওলাদার ও ফেরদৌস হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে নয়ন শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। নয়নের চিৎকারে আশেপাশের মানুষ আসলে আসামীরা তাদের হুমকি ধামকি দিতে দিতে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নয়নকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে ৯ আগস্ট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মৃত্যুবরণ করেন।
প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামীরা হত্যাকান্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।