খেলা ডেস্ক: ফুলহ্যামের বিপক্ষে লিভারপুলের প্রায় হারতে বসা ম্যাচটি বাঁচালেন দিয়েগো জটা। বেশিরভাগ সময় ১০ জনের দল নিয়ে খেলা আর্না স্লটের শিষ্যরা শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে দুই দফায় পিছিয়ে পড়েও ড্র করে লিভারপুল। যেখানে আন্দ্রেয়াস পেরেইরার গোলে ম্যাচের ১১তম মিনিটে শুরুর দিকেই লিড পায় ফুলহ্যাম। এর পাঁচ মিনিট পর অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর লক্ষ্যভেদে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে ৭৬তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে দ্বিতীয়বার এগিয়ে গিয়ে লিভারপুলের বিপক্ষে প্রায় চার বছরের জয়-খরা কাটানোর সম্ভাবনা জাগায় ফুলহ্যাম। কিন্তু নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে সমতা টানেন জটা।
লিগে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।
আর্সেনাল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে। লিভারপুলের সমান ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।