অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ নাজমুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশে ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি করে। এ আহ্বায়ক কমিটি এজিএম আয়োজনসহ প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এতোদিন বিশ্ববিদ্যালয়টিতে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। অতঃপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ।